শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫   চৈত্র ২৭ ১৪৩১   ১২ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৪

জবি ছাত্রদল পুরনো ছবি প্রকাশ করে নতুন কর্মসূচি প্রচারের চেষ্টা

জবি প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩  

আগের কর্মসূচির ছবি গণমাধ্যমে পাঠিয়ে নতুন করে কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ও গত সোমবারে গণমাধ্যমে পাঠানো তথ্যে দুইদিনের কর্মসূচিতে একই ব্যানার ও পোশাকে দেখা যায় নেতা-কর্মীদের। এলাকায় বিক্ষোভ মিছিল করেছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

 

কর্মসূচি শেষে গণমাধ্যমে পাঠানো ছবিসহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরে একই দিনের ছবি বিএনপির নবম দফা অবরোধ সমর্থনে দ্বিতীয় দিনে গতকাল সোমবার গণমাধ্যমে পাঠিয়ে, রাজধানী গেণ্ডারিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের দাবি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

 

গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) কর্মসূচি সম্পর্কে বলা হয়েছিলো, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি দয়াগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেয়।

 

আর গত সোমবারের কর্মসূচি সম্পর্কে বলা হয়, গেন্ডারিয়ায় এলাকায় এই কর্মসূচি পালন করে ছাত্র সংগঠনটি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির এক পর্যায়ে কিছু সময় সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে দেখা যায়, একই পোশাকে সকল নেতাকর্মীরা যোগ দিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকও একই পোশাকে রয়েছে। প্রথম দিনের ব্যানারে নেতাকর্মীরা এক সাড়িতে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করছিল। আর দ্বিতীয় দিনে সভাপতিসহ কয়েকজন সড়কে বসে অবস্থান করছিলেন। আর সামনে দাঁড়িয়ে সাধারণ সম্পাদক হাত নাড়ছিলেন।

 

তবে জবি ছাত্রদলের একাংশ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, সভাপতি- সাধারণ সম্পাদক খুবই সক্রিয় এটা কেন্দ্রকে বুঝানোর জন্য মিছিল না করেও আগের ছবি দিয়ে নিজেদের প্রচারণা চালিয়েছেন। 

 

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক সহ-সভাপতি বলেন, বিএনপি ও ছাত্রদলের অনেক নেতাকর্মী আন্দোলনের মাঠে নির্যাতিত হয়েছে। তবে কখনো মিথ্যার সঙ্গে আপোষ করিনি। এই কঠিন সময়ে পুলিশের বাধায় মিছিল না করতে পারা অস্বাভাবিক কিছুনা। তাই বলে মিছিল না করেও কয়েকদিন আগের করা ছবি দিয়ে মিছিল করেছি দাবি করে বিভিন্ন পত্রিকায় পাঠানো আসলেই লজ্জাজনক। আমাদের যে সবাই বিশ্বাস করতো বিষয়টিতে একটা ধাক্কা লাগলো।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। 

 

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে একাধিক বার মুঠোফোনে কল দেওয়ার পরও, তার কোন ধরনের সাড়া পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর